ঐতিহ্যবাহী পটিয়া প্রবাসী ক্লাবের,সভাপতি টিপু, সাধারন সম্পাদক নাছির,নির্বাচিত-বিডি সংবাদ ৭১


rafiq প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২৩, ০৯:৪২ / ১৬৫
ঐতিহ্যবাহী পটিয়া প্রবাসী ক্লাবের,সভাপতি টিপু, সাধারন সম্পাদক নাছির,নির্বাচিত-বিডি সংবাদ ৭১

ঐতিহ্য বাহী পটিয়া প্রবাসী ক্লাবের, সভাপতি টিপু,  সাধারনসম্পাদক নাছির নির্বাচিত।বিডি সংবাদ ৭১

রিয়াদ হোছাইন রিমন স্টাফ রিপোর্টার বিডি সংবাদ ৭১ দক্ষিণ চট্টগ্রামের পথধার ঐতিহ্য বাহী পটিয়া উপজেলা ১৭ টি ইউনিয়ন এর প্রবাসীদের নিয়ে গঠিত হয়
একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন পটিয়া প্রবাসী ক্লাব।,তার প্রতিষ্ঠা লগ্নে থেকে অসহায় প্রবাসীদের সাথে সাথে এলাকার দুঃস্থ মানুষের সেবা করে আসছেন দীর্ঘদিন ধরে পটিয়া প্রবাসী ক্লাবের আর্ত মানবতার কল্যাণ কাজ করে ইতিমধ্যেই দেশবিদেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন সংগঠন টি, উক্ত সংগঠন আরও শক্তি শালী করার লক্ষ্যে দেশে বিদেশে অবস্থানরত সকল প্রবাসীদের নিয়ে ক্লাবের কার্যক্রম কে আরও সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে একটি শক্তি শালী কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনকল্পে শান্তিরহাটস্থ শাহ আমানত জমজম শপিং কমপ্লেক্স অস্থায়ী কার্যালয়ে ক্লাবের সদস্যদের নিয়ে একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে আহাবায়ক কমিটির সমন্বয়ে পটিয়া প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ এম এ আজিজ চৌধুরী, মোঃ শহিদুল ইসলাম ফরিদ, মোহাম্মদ জিয়াউদ্দিন সাইফুল আংশিক কমিটি অনুমোদন দেন। পটিয়া প্রবাসী ক্লাবের নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ আবু সুফিয়ান টিপু, সি: সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, রফিক চৌধুরী, জুলকারনাইন চৌধুরী জীবন, এম এ লতিফ, সহ-সভাপতি ইয়াছিন উদ্দীন পারভেজ, ফরিদুল আলম, আলাউদ্দীন সিটিজি, নুর হোসেন বাবুল, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন রানা, রিয়াদ হোসেন রিমন, আব্দুল জলিল (সৌদিয়া), মোঃ আলমগীর কবির, আব্দুল জলিল (কাতার), সহ-সাধারণ সম্পাদক শাহ আলম হান্নান, নাঈম উদ্দীন শাকিল, দিদারুল আলম, দিদারুল আলম মিছবাহ, মোঃ মঞ্জুরুল আলম প্রমুখ। খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করবে বলে আশা প্রকাশ করেছেন,উক্ত ক্লাবের উদ্যোগতা আজিজ চৌধুরী, শহিদুল ইসলাম ফরিদ, ও জিয়াউদ্দিন সাঈফুল।

ব্রেকিং নিউজ :
Shares