জাতিয়তাবাদী চট্টগ্রাম ফোরামের,পক্ষ থেকে সৌদআরব কেন্দ্রীয় যূবদলের নব নির্বাচিত আহ্বায়ক কমিটিকে ফুলেল শুভেচ্ছা।


rafiq প্রকাশের সময় : মার্চ ১৮, ২০১৯, ০৯:২৫ / ৭৮৯
জাতিয়তাবাদী চট্টগ্রাম ফোরামের,পক্ষ থেকে সৌদআরব কেন্দ্রীয় যূবদলের নব নির্বাচিত আহ্বায়ক কমিটিকে ফুলেল শুভেচ্ছা।
জাতিয়তাবাদী চট্টগ্রাম ফোরামের পক্ষ থেকে সৌদআরব কেন্দ্রীয় যূবদলের নব নির্বাচিত আহ্বায়ক কমিটিকে ফুলেল শুভেচ্ছা

রফিক চৌধুরী,জেদ্দাথেকে।————-

ফোরামের প্রধান উপদেষ্টা ইলিয়াস বিন রশিদ, সভাপতি শরিফ মোহাম্মদ হারুন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক রফিক চৌধুরী,কাজি জাকের উদ্দিন, মোহাম্মদ ফিরোজ,আলাউদ্দিন,এম,এ হাসেম,আব্দুরশিদ  ,মুন্না ,আব্দুরাজ্জাক জেবল হোসেন মান্নানমুন্সি সহ ফোরামের নেতৃবৃন্দ


উক্ত  কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করেন।
নবনির্বাচিত আহ্বায়ক জনাব আব্দুল মান্নান সাহেব।,সাথে ছিলেন যূগ্নআহ্বায়ক বাহার উদ্দিন বাদল, জসিম উদ্দিন, সদস্য ইমন ইসমাঈল মাহমুদ,নজরুল সিকদার,সহ একঝাঁক যূবদলের সদস্য বৃন্দ,

এবং এসময় উপস্থিত ছিলেন সৌদি আরব বি,এন,পি,র সভাপতি আহম্মদ আলী মুকিব,সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তপন,যূগ্ন সম্পাদক শাহজাহান, সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার নুরল আমিন,সাহেব সহ কেন্দিয় নেতৃবৃন্দ
এসময় কমিটির সফলতা কামনা করেন উপস্থিত সবাই।
পরিশেষে যূব দলের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির
সদস্য আব্দু রাজ্জাক এর ছেলের আকিকা অনুষ্ঠানের প্রীতিভোজ এ অংশ নেন আগত অতিথিরা।

ব্রেকিং নিউজ :
Shares