জেদ্দার ঐতিহ্যবাহী শুভেচ্ছা ব্যান্ডের পক্ষ থেকে  টঙ্গীর সরকার পরিবারকে উষ্ণ সংবর্ধনা।


rafiq প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৬, ২০২০, ১০:১১ / ৩৪৫
জেদ্দার ঐতিহ্যবাহী শুভেচ্ছা ব্যান্ডের পক্ষ থেকে  টঙ্গীর সরকার পরিবারকে উষ্ণ সংবর্ধনা।

রফিক চৌধুরী জেদ্দা থেকে   জেদ্দার ঐতিহ্যবাহী শুভেচ্ছা ব্যান্ডের পক্ষ থেকে  টঙ্গীর সরকার  পরিবারের ৷ ৷  সম্মানে এক বর্নীল উষ্ণ সংবর্ধনার আয়োজন করে জেদ্দার এক অভিজাত হোটেলে, জেদ্দার জনপ্রিয়   শুভেচ্ছা ব্যান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আজিজুল হক মিলন এর সভাপতিত্বে  ও  আশ্রাফ আলিম এর  সন্চালনায় এতে  প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শেখ আনোয়ার হোসেন,

এতে সংবর্ধীত অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন  বালাদেশ থেকে আগত পবিত্র ওমরা হজ্জ করতে আসা আল্লাহর মেহমান  টঙ্গীর সরকার পরিবারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব সুমন সরকার, মিসেস সুমন সরকার (বাংলা চলচ্চিত্রের সুপরিচিত বাংলা সিনেমা নায়িকা মৌ) কানন সরকার, জয় সরকার, মিন্টু খান, নুসরাত সরকার।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ আলম, বিশিষ্ট ব্যবসায়ী মিনহাজুর রহমান, দিগন্তের আলো ফাউন্ডেশন এর উপদেষ্টা জনাব নূর মোহাম্মদ নূর, ত্রাণ ও ক্রীড়া পরিচালক মামুনুল হক মামুন, সোশ্যাল নেটওয়ার্ক পরিচালক ওমর আলী তালুকদার, আন্তর্জাতিক বিষয়ক পরিচালক আব্দুল মালেক দেলোয়ার, স্পেশিয়াল গেস্ট মি: আলী সৌদি নাগরিক এবং প্রাক্তন সৌদি এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার পাকিস্তান। সাপিনা আল খাইর গ্রুপ অফ কোম্পানির মালীক মিসেজ বিন্তে ফাতেমা ও বিশিষ্ট ব্যবসায়ী মক্কা থেকে আগত জনাব রনি, আবুল হাছান মিঠু, রিম্পী চৌধুরী, আনিছ ও দিগন্তের আলো ফাউন্ডেশন এর মিডিয়া বার্তা জেদ্দাস্থ এবং আরটিভির রিপোর্টার হানিছ সরকার, সহ অনেকেই। আগত অতিথি বৃন্দ  মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহান শহীদের  রুহের আত্মার  মাগফেরাত  কামনা করে সালা,, রফিক, বরকত সহ সকল  শহীদের  রক্তের ঋন শোধ করার মত নয়।।  তারা আরো বলেন আজ ভাষা সৈনিকআর শহীদের রক্তের   বিনিময়ে আজ আমরা মায়ের    ভাষায় কথা বলতে পারছি তাদের৷ সরণে

ভাষা দিবসের  বাংলা সাংস্কৃতি বিকাশে অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয়  শিল্পী  মিস আকিলা হাসান , শাকীল, হাছান ও রফিকুল ইসলাম বাবু এবং সবশেষে নৈশভোজের এর মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয় । সূত্র আজিজুল হক মিলন

ব্রেকিং নিউজ :
Shares