কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে সংঘাত-সংঘর্ষে উত্তাল ছিল দেশ।


rafiq প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৪, ০৯:০২ /
কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে সংঘাত-সংঘর্ষে উত্তাল ছিল দেশ।

১৬ই জুলাই থেকে যা ঘটেছে দেশে
২৩ জুলাই ২০২৪, মঙ্গলবার, ১০:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৪৩

বিডি সংবাদ একাত্তর ডেস্ক রিপোর্ট ঃ  কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে সংঘাত-সংঘর্ষে উত্তাল ছিল দেশ। ১৬ই জুলাই মঙ্গলবার সারাদেশে কোটা আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। প্রাণ হারায় ৬ জন। এরপর থেকে পরিস্থিতি ক্রমে অবনতি হয়। সংঘাত সংঘর্ষের জেরে সারা দেশে নামানো হয় সেনাবাহিনী। জারি করা হয় কারফিউ, যা এখনও চলমান রয়েছে। গত কয়েক দিনে ঢাকাসহ সারাদেশে ১৮৭ জনের প্রাণহানি হয়েছে। এর বেশিরভাগই মারা গেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে। আন্দোলন চলাকালে গত বুধবার রাতে সারাদেশে মোবাইল ইন্টারনেট এবং পরদিন বৃহ¯পতিবার রাতে ব্রডব্র্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার। এরপর শনিবার থেকে সারাদেশে কারফিউ জারি করা হয়।

৫ দিন পর মঙ্গলবার রাতে দেশের কিছু কিছু জায়গায় ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে।
গত কয়েকদিনের ঘটনাক্রম নিয়ে তুলে ধরা হলো। –
১৬ ই জুলাই (মঙ্গলবার)
– সারাদেশে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভে আইন-শৃঙ্খলা বাহিনী, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে ৬ জন নিহত হন।
– রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন।
– চট্টগ্রামে আগ্নেয়াস্ত্র হাতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের মহড়া, গুলিতে ৩ জন নিহত হন।
১৭ই জুলাই (বুধবার)
– সারাদেশে রাত থেকে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ।
– কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নিহতদের গায়েবানা জানাজা ঘিরে উত্তল ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ।
১৮ই জুলাই (বৃহস্পতিবার)
– সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালিত।
– রণক্ষেত্র ঢাকা। সারাদেশে হামলা সংঘর্ষ ও গুলিতে অন্তত ২৪ জন নিহত।
– চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশে চলমান শান্তিপূর্ণ প্রতিবাদ ও বিক্ষোভের বিরুদ্ধে যেকোনো সহিংসতার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র।
– রাজধানীতে সরকারি স্থাপনাসহ বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ।
– সারাদেশে রাত থেকে ব্র্যডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ।
১৯শে জুলাই (শুক্রবার)
– দ্বিতীয় দিনের মতো সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন।
– কোটাবিরোধী আন্দোলকে কেন্দ্র করে গুলি, টিয়ারশেল, সাউন্ড গেনেড নিক্ষেপ, হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগে সারাদেশ ৫৪ জনের মৃত্যুর তথ্য।
– নরসিংদী জেলা কারাগারের মূল ফটক ভেঙে পালিয়ে যায় কয়েক’শ কয়েদি। এদিন বিকাল ৩টার দিকে পালিয়ে যায় তারা।
– বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। জাতীয় প্রেস ক্লাব থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী আটক।
– অনির্দিষ্টকালের জন্য মেট্রোরেল বন্ধ ঘোষণা।
– মধ্য রাত থেকে সারাদেশে কারফিউ ঘোষণা। সেনা মোতায়েনের সিদ্ধান্ত।
২০শে জুলাই (শনিবার)
– শুক্রবার মধ্যরাত থেকে জারি করা কারফিউয়ের মধ্যে সারাদেশে সহিসংসতায় ২৬ জনের মৃত্যু।
– কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বাংলাদেশে বিয়োগান্তক প্রাণহানি ও যে সহিংসতা পরিস্থিতি বিরাজ করছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করে ইউরোপীয়ন ইউনিয়ন ও বৃটেন।
– কোটা সংস্কার আন্দোলনের এক নম্বর সমন্বয়ক মো. নাহিদ ইসলামকে তুলে নেয়ার অভিযোগ। শুক্রবার রাত আনুমানিক ২ টার সময় রাজধানীর খিলগাঁও থানাধীন নন্দিপাড়া এলাকায় তার বন্ধুর বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ করে পরিবার।
– বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আটক করা হয়।
২১শে জুলাই (রোববার)
– দেশজুড়ে দ্বিতীয় দিনের মতো কারফিউ জারি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান কারফিউ বলবৎ রাখার ঘোষণা।
– কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল করে আপিল বিভাগের রায়। সরকারি চাকরিতে মেধায় নিয়োগ ৯৩%, মুক্তিযোদ্ধা ৫%, ক্ষুদ্র-নৃগোষ্ঠী, ১%, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ ১%।
– সারাদেশ বিক্ষিপ্ত সংঘর্ষে ৮ জন নিহত।
– বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যরিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম আটক।
– কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের শন্তিপূর্ণ আন্দোলনকে ঘিরে দেশব্যাপী সৃষ্ট প্রতিটি হত্যার তদন্ত ও ন্যায় বিচার দাবি বিদেশি কূটনৈতিকদের।
– দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বৈঠক।
– কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নম্বর সমন্বয়ক নাহিদ ইসলামের সন্ধান পাওয়া যায়। ২৪ ঘণ্টার অধিক সময় নির্যাতনের পর কে বা কারা তাকে রাজধানীর পূর্বাচলে একটি ব্রিজের কাছে ফেলে যায়।
২২শে জুলাই (সোমবার)
– ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতবিনিময়, নাশকতায় জড়িত কাউকে ছাড়া হবে না।
– সংঘাত সংঘর্ষের ৩০ মামলায় গ্রেপ্তার ৬১৬
– সেনা মোতায়েনে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে: সেনা
২৩ শে জুলাই (সোমবার)
– সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক কোটা সংস্কারের প্রজ্ঞাপন প্রকাশের তথ্য জানান
– বুধবার সরকারি অফিস, ব্যাংক বীমা ও আদালতের কার্যক্রম চালুর সিদ্ধান্ত
– ব্রডব্র্যান্ড ইন্টারনেট আংশিক চালু

ব্রেকিং নিউজ :
Shares