সৌদি আরবে আসা ভিজিট ভিসাধারীদের মক্কায় প্রবেশ নিষিদ্ধ করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়,
রফিক চৌধুরী সৌদি আরব প্রতিনিধি বিডি সংবাদ একাত্তর ঃস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জানিয়েছে যে ভিজিট ভিসায় হজ করার অনুমতি নেই।সেহেতু
ভিজিট ভিসা ধারীদের পবিত্র নগরী মক্কায় প্রবেশ বা থাকতে দেওয়া হবে না,
21 শে জুনের সাথে মিল রেখে 15 জিল-হিজ্জা পর্যন্ত। কোন ভিজিটিং ভিষাধারী কেউ মক্কায় অবস্থান করতে পারবে না।
বর্তমানে ভিজিট ভিসা নিয়ে সৌদি আরবে অবস্থানরত বিদেশিদের উপরোক্ত নির্ধারিত সময়ের মধ্যে মক্কা ভ্রমণ এড়াতে অনুরোধ করা হচ্ছে। সৌদি প্রেস এজেন্সি দ্বারা পরিচালিত এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, উক্ত আদেশ লঙ্ঘনকারীরা সৌদি আইন অনুযায়ী জরিমানা মুখামুখি হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রালয়,।
উক্ত নিষেধাজ্ঞা আগত হজ্জ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং স্বাচ্ছন্দ্যে তাদের আচার-অনুষ্ঠান সম্পাদনের সুবিধার্থে মন্ত্রণালয় কর্তৃক গৃহীত নিরাপত্তা ও সাংগঠনিক ব্যবস্থার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ।এবং স্বরাষ্ট্র মন্ত্রালয়ের সম্প্রতি ঘোষণা অনুযায়ী এই ঘোষণা লঙ্ঘনকারীদের উপর 10,000 রিয়াল জরিমানা আরোপ করা শুরু করেছে , অনুমতি ছাড়া যারা হজ্জ করতে যাবে সৌদি নাগরিক, বা প্রবাসী যারা হজ পারমিট ছাড়া 2 জুন থেকে ২০ জুনএর মধ্যে সবাইকে উক্ত জরিমানার আওতায় আনা হবে,
সূত্র সৌদি গেজেট ,
আপনার মতামত লিখুন :