হজ্ব খরচ কমাতে সৌদি সরকারকে অনুরোধ করবেন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন।


rafiq প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৪, ০৪:০৮ /
হজ্ব খরচ কমাতে সৌদি সরকারকে অনুরোধ করবেন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন।

রফিক চৌধুরী সৌদি আরব প্রতিনিধি বিডি সংবাদ ৭১  বাংলাদেশের হজ যাত্রীদের খরচ কমানোর বিশেষ পদক্ষেপের অংশ হিসেবে সৌদি আরবে ব্যাস্ত সময় পার করছেন ,বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা আ, ফ, ম, খালেদ হোসাইন,

আসন্ন পবিত্র হজ্জের প্রস্তুতির প্রাক্কালে মিলেনিয়াম হজ্জ কোম্পানি, বীনা ইন্টারন্যাশনাল কোম্পানি এবং বাংলাদেশ হজ মিশনের যৌথ উদ্যোগে মক্কায় হোটেল মিলেনিয়াম এ একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত যৌথ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ধর্ম উপদেষ্টা আ, ফ, ম,খালেদ হোসাইন, এসময় আরো উপস্থিত ছিলেন
মিলিনিয়াম হজ্জ কোম্পানির জিএম ডঃ আরেফ কুতুবি।
বাংলাদেশের হজ মিশনের হজ্ব কাউন্সিলর মো: জহিরুল ইসলাম এবং বীনা ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হাফেজ জিয়াউর রহমান,
উক্ত মত বিনিময় সভায় সংশ্লিষ্ট কোম্পানি গুলোর সাথে বাংলাদেশী হাজীদের সর্বোচ্চ সেবা দান ও মক্কা মদিনা এবং মিনা আরাফাত মোজদ্দালিফায় হাজীদের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব আরোপ করেন মাননীয় উপদেষ্টা
এছাড়াও কম খরচে হজ পালনে দুই ক্যাটাগরির প্যাকেজে হাজি আসতে পারবেন বাংলাদেশ থেকে। এছাড়া সমুদ্রপথে হাজী পাঠানোর জন্য সৌদি সরকারকে অনুরোধ করবেন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন।
তিনি আরো বলেন বাংলাদেশের হজ যাত্রীদের খরচ কমানোর বিশেষ পদক্ষেপের অংশ হিসেবে সৌদি আরব সফর করছেন ।
বৈঠক করবেন সৌদি হজ ও ওমরা মন্ত্রীর সাথে ও, মক্কা বাংলাদেশ হজ মিশনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় কালে এ সব কথা জানান তিনি। জেদ্দা মদিনায় বিমান ভাড়া কমানো এবং সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর মাধ্যমে হজের খরচ কমিয়ে এনে মানুষের জন্য সহনীয় পর্যায়ে নিয়ে আশা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা।
এসময় উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক সচিব আঃ হামিদ জমাদ্দার,অতিরিক্ত সচিব মো:মতিউল ইসলাম ও কনসাল হজ্জ মোঃ আসলাম উদ্দিন,

ব্রেকিং নিউজ :
Shares