শেষ হতে চলেছে আরেকটি বছর। দক্ষিণ এশিয়ায় ২০২৪ সালের সবচেয়ে বড় ঘটনা কী? নিঃসন্দেহে বাংলাদেশের গণ-অভ্যুত্থান। আঞ্চলিক বড় বড় থিঙ্কট্যাংক যতই উদাসীন থাকার চেষ্টা করুক, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটি ভূকম্পন ঘটিয়েছে; অন্তত ভারতের বিদেশনীতিতে তো বটেই। তবে ভারতীয় সমাজের দিক থেকে এ বছরের বড় ঘটনা নিশ্চয়ই ‘রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ’ বা আরএসএসের ১০০ বছরে পদার্পণ।
বিজেপির তৃতীয় মেয়াদে দিল্লি বিজয় এবং ভারত-যুক্তরাষ্ট্র উদীয়মান মৈত্রী এ সময়ে এমন এক বাস্তবতা তৈরি করেছে যে আরএসএসের সেঞ্চুরি উৎসবের দিকে দক্ষিণ এশিয়ার অন্যদেরও মনোযোগ দিতেই হচ্ছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় হিন্দুত্ববাদী জনসমাজ সময়টা উদ্যাপন করতে চাইছে।
তবে এ রকম যাবতীয় ‘উদ্যাপনের’ মধ্যে এ প্রশ্নও উঠছে, দক্ষিণ এশিয়ার সমাজ ও রাজনীতিকে ধর্মবাদী এই দলের এক শতাব্দীতে ভূমিকা কী ছিল? আসন্ন দিনগুলোতে তাঁরা ভারতকে কোথায় নিয়ে যেতে চায়? তা ছাড়া আরএসএসের সেঞ্চুরিতে আঞ্চলিক পরিসরে উৎকণ্ঠারই-বা আবহ কেন?
মন্তব্য করুন