ক্রীড়া ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। দুর্দান্ত জয়ে ইন্টার মিলানকে নামিয়ে ফের টেবিলের শীর্ষে উঠেছে অলরেডরা। গেল ১৫ বছরে রিয়ালের বিপক্ষে প্রথমবার জিতলো লিভারপুল।
প্রথমার্ধে দুই দলের খেলাই এগিয়েছে অনেকটা ঢিমে তালে। কয়েকটি আক্রমণ দেখা গেলেও সেগুলো খুব বেশি জোড়ালো ছিলো না। ফলে কোন গোল হয়নি প্রথমার্ধে।
দ্বিতীয়ার্ধের পর লিভারপুল প্রথম গোলের দেখা পায়। ম্যাক অ্যালিস্টার রিয়ালে ডি-বক্সের কাছে কনর ব্রাডলির সঙ্গে ওয়ান-টু পাস দিচ্ছিলেন। সেখান থেকে এক জোড়ালো নিচু শটে গোল করেন অ্যালিস্টার। ম্যাচের ৫৪ মিনিটে গোলটি করেন।
লিভারপুলের হয়ে দ্বিতীয় গোলটি করেন কোডি ক্যাম্প। শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে মাঠ ছাড়েন অল রেডরা।
এদিকে রিয়ালের সমর্থকদের আরও একবার হতাশা উপহার দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। নষ্ট করেছেন প্যানাল্টির সহজ সুযোগ। আর লিভারপুলের হয়ে পেনাল্টি মিস করেন মোহাম্মাদ সালাহ।
এই জয়ে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলর টিকিট পেল লিভারপুল। এবার মৌসুমের পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয়ের দেখা পেয়েছে দলটি।
মন্তব্য করুন