সৌদিআরব বাংলাদেশ রিপোর্টার্স এশোসিশন অব ইলেক্ট্রনিক মিডিয়ার ৭ সদস্যর আহবায়ক কমিটি ঘোষনা,
সৌদিআরব বাংলাদেশ রিপোর্টার্স এশোসিশন অব ইলেক্ট্রনিক মিডিয়ার নেতৃবৃন্দের এক জরুরী সভা অনুশ্ঠিত হয়।
উক্ত জরুরি সভায় , সোহেল রানা কে আহবায়ক ও হানিছ সরকার উজ্জলকে সদস্য সচিব, সাজেদুল ইসলাম, সেলিম আহম্মেদ, মোহাম্মদ ফিরোজ,কাউসার আব্দুসালাম,ও রফিক চৌধুরী কে সদস্য করে সবার সম্মতি ক্রমে ৭ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।
জেদ্দা গতকাল সংগঠনের অস্তায়ী কার্যলয়ে উক্ত জরুরী সভা অনুশ্ঠিত হয়।
সাবেক সভাপতি ও চ্যানেলে আই র এস্পশাল প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিন এর সভাপতিত্বে,বাংলা টিভির রিপোর্টার সোহেল রানার সন্চালনায় এতে প্রধান বক্তা হিসাবে উপস্তিত ছিলেন সাবেক সাধারন সম্পদক এস এ টিভির জেদা প্রতিনিধি বাহার উদ্দিন বকুল,
এছাড়াও উপস্তিত ছিলেন।
এন টিভির চৌধুরী মাসুদ সেলিম, এটি এন বাংলার সাজেদুল ইসলাম, গাজী টিভির সেলিম আহম্মেদ, আর টিভির হানিছ সরকার উজ্জল, নিউজ টুয়েন্টি ফোর এর মোহাম্মদ ফিরোজ, এন টিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি, বিডি নিউজ টুয়েন্টি ফোর ডটকম এর জেদা প্রতিনিধি ও কিউ টিভি বাংলার স্টাফ রিপোর্টার রফিক চৌধুরী, চ্যানেল এস এর নুর আলম,মোহাম্মদ ইকবাল প্রধান, বাংলা টিভি মক্কার রনি ও ডিবিসির এ আর নোমান প্রমুখ, বক্তব্য রাখেন,
মন্তব্য করুন