খন্দকার নিরব, জেলা প্রতিনিধি (ভোলা)।।
ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নে “বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একাধিক মামলা খারিজ পাওয়ায় আনন্দ মিছিল’কে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এঘটনায় ১১ জন আহত হয়ে তজুমদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁচড়ায় ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ইব্রাহীম হাওলাদার সমর্থকদের মধ্যে এ মারামারির ঘটনা ঘটে।
জানা গেছে, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা খারিজ পাওয়ায় ইব্রাহিম হাওলাদার সমর্থকরা ইউনিয়ন পরিষদের সামনের দলীয় কার্যালয়ে সভা করছিল। এসময় মোঃ জাহাঙ্গীর আলমের অনুসারীরা আনন্দ মিছিল বের করলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এঘটনায় ১১ জন আহত হন।
আহতরা হলেন, ইব্রাহীম (২৬), রাকিব (৩০), আঃ জলিল (৬২), মফিজ (৪৫), ইমন (১৫), নিরব (৫০), মাকছুদুর রহমান (৫৫), সোহেল (২৮), শিপন (১৭), মমিন (৩৫), জসিম (৩৭)।
তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার তাহমিনা আক্তার ননী সাংবাদিকদের জানিয়েছেন, গুরুতর আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে এবং ৮ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় প্রেরণ করা হয়েছে।
তজুমদ্দিন থানা ডিউটি অফিসার মোঃ রায়হান জানিয়েছেন, এ ঘটনায় এখনো থানায় কোন মামলা রুজু হয়নি। তবে অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন