মোহাম্মদ আইয়ুব ফাস্ট ট্রেডিং কোম্পানির,জেদ্দায় সপ্তম শোরুম  উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


rafiq প্রকাশের সময় : জুন ১০, ২০২৪, ০৫:৪১ /
মোহাম্মদ আইয়ুব ফাস্ট ট্রেডিং কোম্পানির,জেদ্দায় সপ্তম শোরুম  উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

মোহাম্মদ আইয়ুব ফাস্ট ট্রেডিং কোম্পানি।জেদ্দায় সপ্তম শোরুম  উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রফিক চৌধুরী স্টাফ রিপোর্টার বিডি সংবাদ একাত্তর

সম্প্রতি সৌদি আরব সরকার আইন সংশোধনের মাধ্যমে
বিদেশি নাগরিকদের জন্য ব্যবসা-বাণিজ্য পরিচালনা ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন দেশটির বাণিজ্য উপমন্ত্রী প্রকৌশলী আয়েদ আল-ঘোয়াইনাম। এর মাধ্যমে এখন থেকে প্রবাসী বাংলাদেশিরা নিজ নামে বিনিয়োগ করে স্বাধীনভাবে ব্যবসা পরিচালনার সুযোগ পাবেন
প্রবাসীদের এখন থেকে কোনো সৌদি নাগরিকের সহায়তা লাগবে না। এর আগে সৌদি আরবে ব্যবসায় বিনিয়োগ করতে হলে সৌদি নাগরিকের সঙ্গে যৌথ মালিকানার প্রয়োজন হতো প্রবাসীদের
কিন্তু এখন থেকে কপিল বা স্পন্সর এর অনুমতি নিয়ে অথবা ফরেন ইনভেস্টর হিসাবে সৌদি আরবে যেই কোন দেশের নাকরিকরা নিজ নামে ব্যাবসা বানিজ্য ও মিল খারখানা করতে সক্ষম
যার কারণে
সৌদি আরবে ক্রমে বাড়ছে বাংলাদেশি ইনভেস্টরের সংখ্যা,তার অন্যতম প্রতিষ্ঠান হল–
মোহাম্মদ আইয়ুব ফাস্ট ট্রেডিং কোম্পানি।
উক্ত কোম্পানির কর্ণধার একজন বাংলাদেশী তরুণ উদ্যোগতা বৃহত্তর ফরিদপুর রাজবাড়ীর কৃতিসন্তান। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে
অক্লান্ত পরিশ্রম আর অকৃত্রিম চেষ্টা আর সততার মাধ্যমে খুব অল্প সময়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সৌদী আরবে একজন সফল ইনভেস্টর হিসাবে। তার কোম্পানির প্রস্তুতকারক এয়ারকন্ডিশনের যন্ত্রাংশ সৌদি আরবের প্রতিটি প্রদেশে একটি করে শোরুম রয়েছে তারইধারাবাহিকতায়
জেদ্দায় তার নিজেস্ব ফেক্টরিতে উৎপাদিত পণ্য এয়ারকন্ডিশন এক্সোসোয়ারিজ এর সপ্তম শোরুম উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুরুতে ফিতা ও কেক কেটে শোরুম উদ্বোধন করেন উক্ত অনুশ্ঠানের প্রধান অতিথি জেদ্দা কনসুলেট এর কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা।
ইনভেস্টর মোহাম্মদ আইয়ুব এর সভাপতিত্বে, আতাউর রহমান মাসুদ ও সাংবাদিক হানিছ সরকার উজ্জ্বল এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
ইনভেস্টর সোহেল আহমেদ, ইনভেস্টর হাবিবুর রহমান বেপারী, ইনভেস্টর নাঈম উদ্দিন , সি আই পি কেফায়েত উল্লাহ চৌধুরী, মোহাম্মদ ইকবাল, বাংলাদেশ ইংলিশ মিডিয়া স্কুল এন্ড কলেজ এর চেয়ারম্যান মেজবাহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মঈনউদ্দীন, ইসমাইল আহমেদ ও বাংলাদেশ রিপোর্টার এশোসিশন এর সভাপতি এম,ওয়াই আলাউদ্দিন,
উক্ত অনুশ্ঠানে আইয়ুব ফাস্ট ট্রেডিংকোম্পানির ভুয়েষী প্রশংসা করে বক্তব্য রাখেন
দেলোয়ার হোছাইন সরকার,, ফরাজী,কোরবান আলী,কাজী নেয়ামুল বশীর, সাংবাদিক  এ,আর,নোমান,
আতাউর রহমান ভুইঁয়া, শেখ মোস্তাক আহমেদ, প্রমুখ।
এছাড়াও জেদ্দাস্থ বিশিষ্ট ইনভেস্টর,
রাজনৈতিক, সামাজিক, ও সাংবাদিক,
নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন,
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা নাহিদা হাবিবা বলেন বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যেকার সু সম্পর্কের কারণে বর্তমান সৌদি সরকার ও মন্ত্রানালয়
অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশী ব্যাবসায়ীদে সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে একই সাথে আমরাও আমাদের বাংলাদেশী প্রবাসীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যেই কোন সহায়তা দিতে বদ্ধপরিকর।

ব্রেকিং নিউজ :
Shares