সময়ের সাথে আগামীর পথে এই শ্লোগান কে সামনে রেখে জেদ্দায়এন টিভির ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপিত হল।
এই উপলক্ষে জেদ্দায় জমকালো অনুশ্ঠানের আয়োজন করা হয় জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান
বিশিষ্ট ব্যাবসায়ী ও ইনভেস্টর
হাজী আজাদ মোবারক এর সভাপতিত্বে ও
এন টিভি জেদ্দা প্রতিনিধি চৌধুরী মাসুদ সেলিম এর প্রানবন্ত সন্চলানায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এন টিভি র প্রধান উপদেষ্টা বিশিষ্ট সামাজিক, রাজনীতি বীদ ও আল-আমিন গ্রুপ এ চেয়ারম্যান আলহাজ্ব আব্দু রহমান, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সৌদি আরব বাংলাদেশ রিপোর্টা এসোশিয়াশন এর সভাপতি এম ওয়াই আলাউদ্দিন
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন ভুঁইয়া, ইসমাইল হোসেন
ইউসুফ মোহাম্মদ ফরাজি,
মোহাম্মদ শাহজাহান, হুমায়ুন কবির, রওশন জামিল শিপু,আর,টিবি দর্শক ফোরামের সভাপতি আশ্রাফ আলিম
মোশাররফ হোসেন খানঁ, সারতাজুল আলম দ্বিপু, ও দেলোয়ার সরকার,
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আতাউর রহমান ভুইয়া, বেলায়েত মুন্সি,
মকবুল হোসেন মৃধা, কামরুল হাসান জুয়েল, বাহার উদ্দিন বাদল,সিদ্দিকুর রহমান, মোনোয়ার খানঁ,সাইফুল ইসলাম মন্জু, গাজী সেহেদ,
মোহাম্মদ তছলিম উদ্দিন, শাহাবুদ্দিন, শামিম চৌধুরী, উক্ত অনুশ্ঠানে
সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন বাহার উদ্দিন বকুল, হানিছ সরকার উজ্জ্বল, আনোয়ার হোসেন রাজু ও জামাল উদ্দিন স্বপন
অনুশ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল জমকালো লেজার শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান লেজার শো পরিচালনা করেন ইন্জিনিয়ার রেজাউল করিম বাবুল,
তাসফিয়া আজাদ এর উপস্থাপনায় সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী জেছমিন আরা পুতুল, রাউয়াজ মামুন,ও আবুল বাশার।
দীর্ঘদিন পর জেদ্দায় স্বরনকালের এন টিভি র অনুশ্ঠানটি ছিল চোখে পড়ার মত বিশেষ করে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এ যেন মরুর দেশে প্রানের মেলা পরিশেষে নৈশভোজের মধ্যে দিয়ে অনুশ্ঠান শেষ হয়।
আপনার মতামত লিখুন :