শিরোনাম পড়ে অদ্ভুত লাগতে পারে, কিন্তু ঘটনাটা এমনই। পার্থে ভারতের বিপক্ষে রীতিমতো কোণঠাসা অবস্থায় আছে অস্ট্রেলিয়া। যশপ্রীত বুমরার দল দ্বিতীয় ইনিংসে ৪৮৭ রান তুলে অস্ট্রেলিয়ার সামনে ৫৩৪ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে। ৫৩৩ রান তো বটেই, টেস্ট ক্রিকেটের দেড় শ বছরের ইতিহাসে ম্যাচের চতুর্থ ইনিংসে কোনো দল ৪৩৩ রানও কখনো তাড়া করতে পারেনি।
তবে মাঠের ক্রিকেটে প্যাট কামিন্সরা বেকায়দায় থাকলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কর্তাদের খুব অখুশি থাকার কথা নয়। ভারত ভালো খেলায় আদতে লাভটা যে অস্ট্রেলিয়ারই হয়েছে। ব্যাপারটা অনেকটা ‘পেটে খেলে পিঠে সয়’ও বলা যেতে পারে।
ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করেছে ১৩৪.৩ ওভার। সময়ের হিসাবে আট ঘণ্টার বেশি। অথচ ভারত, অস্ট্রেলিয়া—দুই দলেরই প্রথম ইনিংস টিকেছে মোটে ১০১ ওভার (৪৯.৪ ও ৫১.২ ওভার)। শুধু ম্যাচের প্রথম দিনেই পড়েছে ১৭ উইকেট। ভারত দুই সেশনে ১৫০ রানে অলআউট হওয়ার পর অস্ট্রেলিয়া এক সেশনে ৬৭ রান তুলতেই হারিয়েছিল ৭ উইকেট।
একটা টেস্ট ম্যাচে দুই দল মিলিয়ে সর্বোচ্চ ৪০ উইকেটের পতন সম্ভব। এর মধ্যে প্রথম দিনই যদি প্রায় অর্ধেক উইকেট চলে যায়, তবে এই ম্যাচ পাঁচ দিনের বদলে দুই বা তিন দিনে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যথেষ্টই। আর এ নিয়ে শঙ্কায় ছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। পুরোটাই তার বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে।
মন্তব্য করুন