গত রাত থেকে হঠাৎই আলোচনায় এলেন ঢালিউড নায়িকা অপু বিশ্বাস। তাঁর ফেসবুক স্ট্যাটাস ঘিরেই আবারও শুরু হয়েছে তর্কবিতর্ক। অপুর স্ট্যাটাসটি নিয়ে ভক্তরা বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন। কেউ কেউ বলছেন, এর আগে শুধু বুবলীকে খোঁচা দিয়ে স্ট্যাটাস দিলেও এবার এর সঙ্গে জড়িয়েছেন শাকিব খানকে।
চলচ্চিত্র অঙ্গনে অনেকে মনে করেন, দুই নায়িকা—অপু বিশ্বাস ও শবনম বুবলীর সম্পর্ক সাপে-নেউলে। কেউ একজন ইঙ্গিত করে কিছু লিখলেও অন্যজন (ইঙ্গিতে) তার জবাব দেন। বিভিন্ন সময় ফেসবুকে দুজনের পরোক্ষ বাহাস দেখা গেছে, তবে মাঝে বেশ কিছুদিন পাল্টাপাল্টি স্ট্যাটাস দেখা যায়নি। এর মধ্যে হঠাৎই অপু বিশ্বাসের ফেসবুক স্ট্যাটাস। সেখানে অপু বিশ্বাস লিখেছেন, ‘লেট হ্যাপি টয়লেট ডে’। নির্দিষ্ট করে কারও নাম উল্লেখ না করলেও শাকিব ও বুবলীর ভক্তরা প্রতিক্রিয়া দেখাচ্ছেন।
মন্তব্য করুন