অত্যান্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হয়েছে।


rafiq প্রকাশের সময় : জুন ১৭, ২০২৪, ০৭:১৪ /
অত্যান্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হয়েছে।

অত্যান্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। সৌদি আরব থেকে রফিক চৌধুরী বিডি সংবাদ একাত্তর
মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করছে বিশ্বের বৃহত্তম দেশ সৌদি আরব ১৬ই জুন সকাল ৫টা ৩৮মিঃ জামাত অনুষ্ঠিত হয়। পবিত্র মসজিদুল হারাম মক্কায় ঈদের নামাজে ঈমামতি করেন গ্রান্ড মুফতি শাইখ আব্দুর রহমান আল সুদাইছি, পবিত্র মসজিদ নববীতে ঈদের নামাজ পড়ান শাইখ খালিদ আল মোহান্নাহ
মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করেন

এই সময় বাংলাদেশী প্রবাসীদের মাঝে ও ছিল ঈদের আমেজ, পরিবার পরিজন থেকে দূরে একাকীত্ব নিরানন্দ প্রবাস জীবনে বন্ধু বান্ধব কে নিয়ে সময় কাটান, আবার অনেকে পরিবার পরিজন নিয়ে প্রবাসে থাকেন তারা ঈদের নামাজ শেষে পশু কোরবানি দিয়ে থাকেন। তারা ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে সমুদ্র সৈকত লোহিত সাগরের তীরে ও পর্যটন স্পট গুলোতে গিয়েনকিছুটা হল প্রবাসের একগুয়েমি কেটে একটু হল আনন্দ উপভোগের চেষ্টা করেন।
এছাড়াও সৌদি আরবের সাথে মিল রেখে
সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশেই রোববার ঈদুল আজহা উদযাপন করেন, আরব নিউজ জানিয়েছেন
ওমানে চাঁদ দেখা না যাওয়ায় ১৭ জুন ঈদ উদযাপন হবে। এছাড়া যুক্তরাজ্যসহ ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে পালিত হচ্ছে হচ্ছে মুসলমানদের অন্যতম বড় এ ধর্মীয় উৎসব।
পবিত্র মক্কার কাবা শরিফ, মদিনার মসজিদে নববী ও সৌদি আরবের বিভিন্ন ছোট বড় শহর গুলো তে ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরবে এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৮ লাখ ৩৩ হাজার ১৬৪ মানুষ হজ্জ করেছেন
তারা হজ্জের সব আনুষ্ঠানিকতা শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করেছেন। এবং আগামী ১৭ ও ১৮ই জুন সয়তানকে পাথর নিক্ষেপ শেষে মক্কায় এসে বিদায় তওয়াফ শেষে দেশে প্রত্যাবর্তন করবেন।
হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন, ২০২৪
হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই, ২০২৪
এবার বাংলাদেশ থেকে হজে এসেছে আগত সর্বমোট ৮৫,২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ)
মোট আগত ফ্লাইট সংখ্যা ২১৮ টি
সরকারী হজযাত্রীর কোটা ৪,৫৬২
বেসরকারী হজযাত্রীর কোটা ৮০,৬৯৫
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১০৬ টি
সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৭৫
ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৩৭
এবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ছিল ২৫৯ টি
এই পযন্ত হজ্জে এসে সৌদি আরবে সর্বমোট ইন্তেকাল করেছেন ১৭ জন হজযাত্রী/হাজী; পুরুষ: ১৫; মহিলা: ২; মক্কা: ১৩; মদিনা: ৪; জেদ্দা: ০; মিনা: ০; আরাফা: ০; মুজদালিফা: ০

 

 

 

ব্রেকিং নিউজ :
Shares