ষ্টাফ রিপোর্টার:
অভিনেতা শামীম হাসান সরকার সাবলীল অভিনয়ের কারণে দর্শক নন্দিত হয়েছেন। তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে অনেকেই তারকা বনে গেছেন। নতুনভাবে আরও একজন শিল্পীর সঙ্গে শামীমের জুটি গড়ে উঠছে। তিনি সামান্তা পারভেজ। প্রথম মাবরুর রশীদ বান্নাহর নির্দেশনায় ‘হাউজ হাজব্যান্ড’ নাটকে অভিনয় করেন তারা। তাদের অভিনীত প্রকাশিত সবশেষ আলোচিত নাটক ছিল আনিসুর রহমান রাজীব পরিচালিত ‘বিসিএস’। এ ছাড়া আরও আলোচিত নাটকের মধ্যে রয়েছে ‘কালা’, ‘মায়া’, ‘প্রিয় লিডার’, ‘ঘুম’, ‘ঢাকায় টাকা উড়ে’, ‘ফাটাফাটি নাইকা’, ‘খাঁটি বাঙালি পরিবার’, ‘পছন্দের জামাই’ ইত্যাদি। প্রচারের অপেক্ষায় আছে ‘ঘরে বাইরে’, ‘চিল ম্যান’, ‘প্রাইমারি মাস্টার’ ইত্যাদি। তবে এরই মধ্যে প্রকাশিত হয়েছে শহীদ উন নবী পরিচালিত ‘আয়নানামা’ নামের একটি নাটক। অমিত হাসান রচিত এই নাটকটি গত ২৪ সেপ্টেম্বর এনটিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। প্রথমদিন থেকেই নাটকটির জন্য বেশ ভালো সাড়া পাচ্ছেন যারা অভিনয় করেছেন তারা সবাই। মূলকথা, দর্শকের কাছে একটু একটু করে প্রিয় হয়ে উঠছেন শামীম-সামান্তা জুটি। সামান্তা পারভেজ বলেন, ‘শামীম ভাইয়ের সঙ্গে প্রথম কাজ থেকেই আমাদের কাজের বোঝাপড়াটা চমৎকার। আর এর মধ্যে তো আরও অনেক কাজ করেছি। তিনি খুব ভালো একজন অভিনেতা। ভীষণ সহযোগিতা পরায়ণও বটে। আমাদের জুটির কাজগুলো দর্শকের কাছে ভালো লাগছে, দর্শকের প্রতিক্রিয়া পাচ্ছি—এটা আসলে সত্যিই অনেক ভালো লাগার। এর আগে বিসিএস নাটকটির জন্য দারুণ সাড়া পেয়েছি। নতুন নাটক আয়নানামা প্রকাশ হলো মাত্র দুদিন। আশা করছি এ নাটকটিও দর্শকের ভালো লাগবে।’ এদিকে আগামী ৩১ সেপ্টেম্বর সামান্তা মোশাররফ করিমের বিপরীতে আরও একটি নাটকের কাজ করতে যাচ্ছেন। এর আগে তিনি মোশাররফ করিমের সঙ্গে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন।
মন্তব্য করুন