চাইলেই ফিরে আসা যায়, প্রমাণ দিলেন আনিকা কবির শখ। ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী মিডিয়ায় অনিয়মিত হলেও যখন ভালো কোনো কাজের প্রস্তাব পান, তা লুফে নেন। ফিরে আসেন লাইট-ক্যামেরা অ্যাকশনের চিরচেনা অঙ্গনে।
শখ-এর বর্তমান কাজের ব্যস্ততা ও অন্যান্য বিষয় নিয়ে বিনোদন প্রতিদিনের এবারের এই আয়োজন।
নতুনভাবে প্রত্যাবর্ন
আমি মা হওয়ার কিছুদিন পর থেকেই কিন্তু আবারও অভিনয় শুরু করেছি। তবে মেয়ের কারণে টানা কাজ করতে পারি না। যখন ভালো গল্প পাই, তখন আম্মু আর হাজব্যান্ডের সহযোগিতায় কাজ করি। তবে মাইদুল রাকিবের রচনা ও পরিচালনায় ‘কুক’ নাটকের মাধ্যমে আগের তুলনায় একটু বেশি সরব হচ্ছি। সব কিছুই আগের মতো আছে শুধু কয়েকটা দিন চলে গেছে। নতুনভাবে প্রত্যাবর্তনের কিছু নেই। এই অঙ্গন তো আমার পরিচিত। তারপরও একটা বিরতি দিয়ে ফেরা বিষয়টা খারাপ লাগছে না কারণ দর্শক আমাকে গ্রহণ করছে আগের মতোই।
মন্তব্য করুন