একসময় বিশ্ব শাসন করা ইংরেজ রাজমহলের খবরে এখনো আগ্রহ নেটিজেনদের।যদিও আধুনিক বিশ্বে রাজপরিবারগুলোর প্রভাব-প্রতিপত্তি আর আগের মতো নেই।অধিকাংশ দেশেই তদের একটা সম্মানজনক আসনে বসিয়ে রেখেছেন।সম্প্রতি এমনই এক খবরে তোলপাড় নেট দুনিয়া। শোনা যাচ্ছে যুবরাজ হ্যারি এবং মেগান মার্কলের বিবাহবিচ্ছেদের প্রায় নিশ্চিত। বিভিন্ন সংবাদে বলছে, দুজনেই আপাতত পৃথক থাকার পরিকল্পনা করছেন।
পদাধিকার হিসেবে যুবরাজ হ্যারি হলেন সাসেক্সের ডিউক এবং মেগান মার্কল হলেন ডাচেস অফ সাসেক্স। দুজনেই বিভিন্ন অনুষ্ঠানে একা যেতে শুরু করায় গুজব ছড়াতে শুরু করেছে গণমাধ্যমে।
বিনোদন সংক্রান্ত অনলাইন সংবাদমাধ্যম রাডারঅনলাইন-এর খবর অনুযায়ী, ডিউক অফ সাসেক্স সম্প্রতি আফ্রিকার লেসোথোতে তার ৪০-তম জন্মদিন পালন করেন বন্ধুবান্ধবদের সঙ্গে। যেখানে তার পরিবার উপস্থিত ছিল না। সাংবাদিকের নিশ্চিত ধারণা, হ্যারির এই কাজই প্রমাণ করে তার সঙ্গে মার্কলের সম্পর্কে চিড় ধরে গিয়েছে। রাজদম্পতি এতকাল বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যুগলেই যেতেন। কিন্তু বেশ কিছুদিন ধরে তাদের একসঙ্গে আর জনতার মাঝে দেখা যাচ্ছে না।
গত ১১ অক্টোবর আন্তর্জাতিক বালিকা দিবস উপলক্ষে গ্রেটার সান্তা বারবারা এলাকায় গার্লস ইনকরপোরেটেডে মেয়েদের সঙ্গে ছবি আঁকা ও কারুকাজে শামিল হন ডাচেস অব সাসেক্স। ওই অনুষ্ঠানে মার্জিত পোশাক পড়লেও মেগানের হাতে বাগদানের আংটিটি ছিল না,যা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে।
বিয়ের আগের বছর ২০১৭ সালে প্রিন্স হ্যারির ডিজাইনে করা আইকনিক আংটিটি সঙ্গে হ্যারির প্রয়াত মা প্রিন্সেস ডায়ানার বিশেষ যোগসূত্র আছে।কারন, যে তিনটি হিরা বসানো আছে তার দুটিই প্রিন্সেস ডায়ানার দেয়া।কেনসিংটন প্রাসাদে মেগানকে বিয়ের প্রস্তাব দেয়ার সময় আংটিটি দিয়েছিলেন হ্যারি।
স্টার ম্যাগাজিন লিখেছে, হ্যারি আফ্রিকা ছাড়াও নিউইয়র্কেও একলা গিয়েছিলেন। যেখানে তাকে বেশ হাসিখুশি এবং খোলামেলা লেগেছিল। পত্রিকার সূত্র জানিয়েছে, হ্যারি সাধারণ অতিথিদের সঙ্গে অত্যন্ত প্রাণখোলা ব্যবহার করেছেন। সেই পত্রিকারও মতে, হ্যারি এবং মেগান পরীক্ষামূলকভাবে সেপারেশনের পথে চলেছেন।তারা বুঝতে পেরেছেন তাদের সম্পর্ক আর টেকার পথে যাবে না।
এদিকে,ক্যালিফোর্নিয়াতে প্রিন্স আর্চি এবং প্রিন্সেস লিলিবেটের সঙ্গেই রয়েছেন মেগান মার্কেল।শোনা যাচ্ছে, তিনি আসন্ন নেটফ্লিক্সের শো এবং ব্র্যান্ডের কাজ নিয়ে ব্যস্ত।অবশ্য হ্যারি ও মেগানের বন্ধুরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন এখনো তারা আর্দশ ও সুখী দম্পতি হিসাবেই আছেন।সূত্র : হিন্দুস্তান টাইমস।
মন্তব্য করুন