সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রায়শই সরব থাকেন তারকারা। কখনও কাজের খবর আবার কখনও বিভিন্ন ইস্যু নিয়ে নানা রকম লেখালেখি। অনেক সময় কাজের আলোচনা অথবা সমালোচনায় ভক্তদের সাথে বৈচিত্র্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে তারকাদের সাথে। সম্প্রতি মুক্তি পেয়েছে ছোট পর্দায় তুমুল জনপ্রিয় দুই তারকা ইরফান সাজ্জাদ এবং তানিয়া বৃষ্টির নতুন নাটক ‘চেয়েছিলাম’।
একসাথে কাজ করতে খুব একটা দেখা যায় না এই জুটিকে। দীর্ঘদিন পরে আবার নতুন নাটক নিয়ে এসেছে তারা। নাটকটির প্রচারণায় ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘পৃথিবীতে অনেক ধরনের অসুখ আছে, তবে হারানো প্রিয়জনকে চোখভরে আরেকবার দেখতে চাওয়ার অসুখ ভয়ংকর, খুব ভয়ংকর।’
নাটকটি রচনা করেছেন আপেল আকবর এবং পরিচালনা করেছেন স্বপন বিশ্বাস। জাগো এন্টারটেইনমেন্টের পরিবেশনায় মুক্তি পেয়েছে নাটকটি।
আবেগঘন এই নাটকে প্রেম, বিচ্ছেদ এবং জীবনের বহুমাত্রিক টানাপোড়েনের বিষয় উঠে এসেছে। নাটকটিতে এমন একজন মানুষের গল্প বলা হয় যে তার প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলেছে। সেই হারানো মানুষটিকে শেষ বারের মতো দেখার আকাঙ্খায় বেঁচে থাকে।
নাটকটি মূলত তুলে ধরেছে ভালোবাসা এবং বাস্তবতার দ্বান্দ্বিকতা। নাটকে ইরফানকে এক সংগ্রামী পুরুষের চরিত্রে দেখা যায় যে কিনা জীবন বাস্তবতার নাান সমীকরনের সমাধান খুঁজে যায় অন্যদিকে তানিয়া বৃষ্টিকে দেখা যায় গভীর আবেগ আর বাস্তবতার জাতাঁকলে পিষ্ট হতে। যা আপ্লুত করে ভক্ত সমর্থকদের।
এ বিষয়ে ইরফান তার ফেসবুক পোস্টে একটি কান্নার ইমোজি দিয়ে লেখেন,’মেয়েরা ছেলেমানুষির প্রেমে পড়ে পুরুষের প্রেমে পড়ে না। পুরুষটা কি? পুরুষ হলো বাস্তবতা,পুরুষ হল…..’
এছাড়াও লেখেন,’ ভালোবাসা অনেক সুন্দর ভালোবাসতে জানলে’।
নাটকটির অন্যতম সেরা ডায়লগ “কোন যুবতী পুরুষের প্রেমে পড়ে না, ছেলে মানুষের প্রেমে পড়ে” সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল।
নাটকে ইরফান তানিয়ার সাথে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাশার বাপ্পী, হারুন রশিদ বান্টি, আনোয়ার শাহি প্রমূখ। ‘চেয়েছিলাম’ নাটকটি দেখা যাবে জাগো এন্টারটেইনমেন্ট-এর ইউটিউব চ্যানেলে। তাহলে দেরী কেন এখুনি দেখে ফেলুন ‘চেয়েছিলাম’।
মন্তব্য করুন