ময়মনসিংহে জনতার বাধায় রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান স্থগিত হয়েছে। এ সময় হামলার শিকার হয়েছেন কর্মকর্তারা। পরে খবর পেয়ে সেনাবাহিনী এসে পরিস্থিতি সামাল দেন।
সোমবার (২১ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা বিভাগীয় ভূ-সম্পদ কর্মকর্তা আব্দুস সোবহানের নেতৃত্বে রেলওয়ে পুলিশ পাহারায় ভেকু দিয়ে রেলওয়ে মসজিদ সংলগ্ন দোকান ভাঙার সময় বিক্ষুব্ধ হয়ে উঠে জনতা। এক পর্যায়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন তারা। জনতার ধাওয়ায় উচ্ছেদকারী কর্মকর্তারা ঘটনাস্থল ছেড়ে দৌড়ে চলে যান। এ সময় ভেকু চালককে নামিয়ে মারধর ও ভেকু ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে দুপুর ১২টার পর সেনাসদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, জনতার বাধা ও ধাওয়ায় পণ্ড হয়ে গেছে ময়মনসিংহ রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। সেনাবাহিনীর হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
মন্তব্য করুন