মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতির পদে না থাকার ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা। জেলা কারাগারে হত্যা মামলায় বর্তমানে তিনি আটক আছেন। তার আইনজীবী অ্যাডভোকেট সুজিত চাটার্জী বাপ্পী এ তথ্য নিশ্চিত করেছেন।
অ্যাডভোকেট সুজিত চাটার্জী বাপ্পী জানান, গত শুক্রবার তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে শাহাবুদ্দিন আহমেদ মোল্লা লিখিতভাবে পদত্যাগ করেছেন। শাহাবুদ্দিন মোল্লা জেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে পদত্যাগের কথা বৃহস্পতিবার প্রকাশ্য আদালতে উপস্থিত সকলকে জানিয়েছেন।
নোয়াখালীতে মা ও মেয়েকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার আরো দুইনোয়াখালীতে মা ও মেয়েকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার আরো দুই
তিনি আরও জানান, শাহাবুদ্দিন আহমেদ মোল্লার বিরুদ্ধে যেসব মামলা দায়ের করা হয়েছে সেই ঘটনার সময় তিনি বিদেশে অবস্থান করছিলেন। এছাড়াও তার বুকে পেসমেকার লাগানো হয়েছে এবং তিনি হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। তার ব্রঙ্কাইটিস অ্যাজমার কারণে দিনে কয়েকবার নেবুলাইজার ব্যবহার করতে হয়, যা কারাগারে সম্ভব না।
মন্তব্য করুন