বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আলী আজম মুকুলকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল পাঁচ দিনের রিমান্ডেউত্তর সিটির সাবেক মেয়র আতিকুল পাঁচ দিনের রিমান্ডে
রাতেও রাস্তায় আহতরা, উপদেষ্টাদের আল্টিমেটামরাতেও রাস্তায় আহতরা, উপদেষ্টাদের আল্টিমেটাম
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে গ্রেপ্তার করেছে র্যাব-২।
রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলেও জানান এ র্যাব কর্মকর্তা।
মন্তব্য করুন