নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের টিস্যু কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঢাকা, সোনারগাঁ ,নারায়ণগঞ্জ, ডেমরা, কাঁচপুর, গজারিয়া, বন্দর, কোম্পানির নিজস্বসহ ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।
সোমবার ভোর পাঁচটার দিকে উপজেলার মেঘনাঘাট ঝাউচর এলাকায় অবস্থিত কারখানাটিতে এই আগুন লাগে।
কারখানা সংশ্লিষ্টদের ধারণা, ভোরে বিদ্যুতের শটসার্কিট থেকে এই আগুন লাগতে পারে। এতে মালামাল পুড়ে গেছে কয়েকশ’ কোটি টাকার।
ফায়ার সার্ভিস ঢাকা বিভাগ উপপরিচালক সালাউদ্দিন জানান, আগুনের খবর পেয়ে মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিসসহ আমাদের প্রায় ১৪টি ইউনিট কাজ করছে। আগুনের ক্ষয়ক্ষতি এখনও জানা যায় নাই।
তিনি বলেন টিস্যু কারখানায় আগুন লাগার ফলে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে অনেকটাই বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
মন্তব্য করুন