তুমি নিজের মুখেই বললে যেদিন, সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়/ আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে’ (মান্না দে)। এ গানের প্রতিটি শব্দের সঙ্গে ফ্যাসিন্ট শেখ হাসিনার কর্মকাণ্ডের মিল রয়েছে। এতোদিন দেশপ্রেমের নামে তিনি কার্যত অভিনয় করেছেন। ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে গিয়ে তিনি দেশপ্রেম অভিনয়ের মুখোশ খুলে ফেলেছেন। একের পর এক বাংলাদেশ বিরোধী কথাবার্তা বলছেন এবং বাংলাদেশের বিরুদ্ধে বিদেশীদের ভুলবার্তা দিচ্ছেন। শুধু তাই নয় তিনি হিন্দুত্ববাদী ভারতের শক্তিতে বলিয়ান হয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করছেন; বিভিন্ন রুপে বিশৃংখলা সৃষ্টি এবং তা বাস্তবায়নের চেষ্টায় মরিয়া হয়ে উঠেছেন। আর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সেমিনার-সিম্পোজিয়ামে ব্যস্ত রয়েছেন। তারা প্রশাসনে পতিত হাসিনার রেখে যাওয়া ঢাল-তড়োয়াল দিয়েই তাকে মোকাবিলার চেষ্টা করছেন।
মন্তব্য করুন