নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়খালীতে বন্যায় ক্ষতিগ্রস্থ ২৫০ হতদরিদ্র পরিবারকে পুর্নবাসনের লক্ষ্যে ইট, বালু, সিমেন্ট ও নগদ টাকা সহ গৃহ নির্মান সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় সদর উপজেলার হরিনারায়নপুরে বেসরকারি আর্ন্তজার্তিক সংস্থা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে এই গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি হিসেবে নোয়াখালী সদর উপজেলার নির্বাহী অফিসার আঁখিনুর জাহান নীলা, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুর রহমান, নোয়াখালী জেলা ডিআরও (ত্রান ও দুর্যোগ) জাহিদ হাসান খান, উল্লেখিত বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন লক্ষ্যে নোয়াখালী জেলার সদর ও বেগমগঞ্জ উপজেলায় ক্ষতিগ্রস্থ তিনটি ইউনিয়নে ২৫০ টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এই নির্মাণ করা হয়েছে। ক্ষতিগ্রস্থ ইউনিয়নগুলো হলো অশ^দিয়া ও নেয়াজপুর ইউনিয়ন এবং বেগমগঞ্জ উপজেলার একলাসপুর ইউনিয়ন) মোট ২৫০ টি ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারকে ১১৫০ পিস ইট, ৭৫ সিএফটি বালু, ১০ ব্যাগ সিমেন্ট, ৮ টি গিলারেরখুটি এবং বিকাশ এর মাধ্যমে ১০,০০০/- নগদ অর্থ) বিতরন করে।
গুড নেইবারস বাংলাদেশ এর এডুকেশন এন্ড হেলথ ইউনিটের ডিরেক্টর মি. আনন্দ কুমার দাস এর সভাপতিত্বে উক্ত বিতরন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম এবং বেগমগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্যাহ সবুজ। এছাড়া গুড নেইবারস এর ন্যাশনাল ডিআরআর ফোকাল মি. টমাস মন্ডল, নোয়াখালী ইমারজেন্সি রেসপন্স টিমের টিম লিডার মি. কর্নেল কস্তা, টিম মেম্বার মি. যোসেফ সিদ্দিকি সিয়াদ, মি. রানা পান্ডে এবং মি. আহসানউল হক। তাছাড়া বিভিন্ন এনজিও প্রতিনিধি, ইউনিয়ন সচিব, ভেন্ডর, স্টেক হোল্ডার, ভলেন্টিয়ার, সুবিধাভোগী এবং বিভিন্ন টিভি ও নিউজ মিডিয়ার প্রতিনিধি।
বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে পুর্নবাসন সামগ্রী (ইট, বালু, সিমেন্ট, খুটি এবং নগদ অর্থ) বিতরণ করা হয়েছে।
মন্তব্য করুন