সৌদি আরবে অভ্যন্তরীণ হজ প্যাকেজ ঘোষণাঃ
রফিক চৌধুরী জেদ্দা, সৌদি আরবে অভ্যন্তরীণ হজ যাত্রীদের জন্য ২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়। নুসুক ইলেকট্রনিক অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিস্তারিত জানিয়েছে মন্ত্রণালয় কতৃপক্ষ। এ বছর অভ্যন্তরীণ হজ যাত্রীদের জন্য চারটি প্যাকেজ রয়েছে। প্যাকেজের আওতায় দেশটিতে বসবাসকারী বিদেশীরা ছাড়াও থাকবে সৌদি নাগরিকগণ। হজ যাত্রীদের সুবিধার্থে উন্নত সেবার বিষয়টি নিশ্চিত করেছে কতৃপক্ষ। পরিবহন খরচ বাদে খরচ ধরা হয়েছে প্রথম প্যাকেজ ১৩,০৫০ সৌদি রিয়াল
, দ্বিতীয় প্যাকেজ১২,৫৩৭ সৌদি রিয়াল ।তৃতীয় প্যাকেজ
১০,৩৬৬ সৌদি রিয়াল চতুর্থ প্যাকেজ
৮,০৯২ লিয়াল এবং সব এগুলোতেই আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন
মন্তব্য করুন