স্টাফ রিপোটার রফিক চৌধুরী বিডি সংবাদ ৭১ ঃ চট্টগ্রাম দক্ষিণ জেলা বি এন পির আহবায়ক ইদ্রিস মিয়াকে জেদ্দায় চট্টগ্রাম ফোরামের উষ্ণ সম্বর্ধনা
নবীন প্রবীন সকল কে নিয়ে বি এন পি কে শক্তিশালী করে আগামীর নির্বাচনে সব গুলো আসন উপহার দেওয়ার আশা প্রকাশ করেছেন। সাবেক উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ জেলা বি এনপির নবনির্বাচিত আহবায়ক প্রবীন রাজনীতিবিদ আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া।
তিনি সৌদি আরব পবিত্র ওমরাহ পালনে জেদ্দা কিং আব্দুল আজিজ এয়ারপোর্ট এসে পৌছালে
সাংবাদিক রফিক চৌধুরীর এক প্রশ্নের উত্তরে এ সব কথা বলেন।
তিনি আরও বলেন আমি দায়ীত্ব নেওয়ার পর দক্ষিণ জেলা বি এন পি ও অন্গসংগটনের শতশপূর্ত ভাবে স্বাগত জানাতে হাজার হাজার নেতা কর্মির ঢল নেমেছিল আমার বাসায়। দল আমাকে মূল্যায়ন করাই মহান আল্লাহর কাছে শকর গুজার করতেই ওমরাহ করতে আসা
তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাংগঠনিক দায়ীত্বপ্রাপ্ত শামিম ও মীর হেলাল এর প্রতি ও কৃতঘ্নতা জানিয়ে বলেন,
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে বৈশাখী উৎসব পালন করার নির্দেশনা দিলে আমি দক্ষিণ জেলা বি এন পি ও অন্গসংগটনের লক্ষ লক্ষ নেতাকর্মী ও হাতী ঘোড়া নিয়ে প্রথম বিজয় শোভাযাত্রা পালন করেছি।
এতে শতশপূর্ত ভাবে দক্ষিণ জেলা তথা পটিয়ার জনগন অংশ নেন।
আর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন দক্ষিণ জেলা বি এন পি র কমিটিতে কাউকে রাখা না রাখা বা বাদ দেওয়া আমার হাতে ছিল না।
সবই কেন্দ্রের সিদ্ধান্ত সুতারাং আমাকে ভুলবুঝার কারন নাই, তিনি আহবান জানান সকল বেদাবেদ ও মান অভিমান ভুলে সবাই একত্রিত হয়ে দলকে শক্তিশালী করার আহবান জানান
গতকাল জেদ্দা কিং আব্দুল আজিজ এয়ারপোর্ট সাবেক উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ জেলা বি এনপির নবনির্বাচিত আহবায়ক প্রবীন রাজনীতিবীদ আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া। কে উষ্ণ অভ্যার্থনা জানিয়েছেন সৌদি আরব জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরামের নেতৃবৃন্দ।
এসময় উপস্তিত ছিলেন চট্টগ্রাম ফোরামে প্রধান উপদেশ্ঠা ও সৌদি আরব বি এন পির যূূগ্ন আহবায়ক মঈন চৌধুরী, ফোরামের সভাপতি মুফিজুল আলম, সাধারন সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, সৌদিআরব ওলামাদলের সভাপতি মোলানা আসহাব উদ্দিন, সৌদি আরব জাসাস এর সভাপতি মোহাম্মদ রফিকুল হক চৌধুরী , জাসাস এর উপদেশ্ঠা ইন্ভেস্টর মোহাম্মদ আব্দুল কাদের,জাসাস এর যূূগ্ন আহবায়ক ইনভেস্টর মোহাম্মদ ইকবাল,
ফোরামে সহসভাপতি শেখ ইসমাইল সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহম্মেদ। জাসাস এর সদস্য ওহিদুন্নবী, যুবদল নেতা সাখাওয়াত, আলবী হোছাইন ও এয়াকুব নবী সুমন প্রমুখ,
এছাড়া জেদ্দা এয়ারপোর্ট এ অভ্যর্থনা জানান মক্কা থেকে আগত বি এন পি নেতা আবুল কালাম ও রাশেদুল আমিন।
এসময় নেতার সফর সন্গি হিসাবে আছেন তার কনিশ্ঠ জন বি এন পি নেতা আকতার উজ্জামান।
তিনি পবিত্র ওমরাহ পালন শেষে মদিনা থেকে আগামী ২৩ তারিখ দেশে যাবার কথা রয়েছে।
মন্তব্য করুন