ফরিদপুর জেলা প্রতিনিধি
মোঃ রাহাত শেখ
জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশন এর উদ্যোগে
প্রবাসী সদস্য মোঃ বাশার ভাইয়ের আর্থিক সহযোগিতায় ফরিদপুর টেপাখোলা বৃদ্ধা আশ্রমে ২০ জন মানুষের মাঝে. মিষ্টি. দুই. আম. ড্রাগন. কলা. কেক. বিস্কুট. পান সুপারি ইত্যাদি বিতরণ করা হয়.
জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি ফারদিন সানি বলেন. আমাদের উদ্দেশ্য অসহায় মানুষের পাশে দাঁড়ানো. মুমূর্ষু রোগী কে ব্লাড ম্যানেজ করে দিয়া. অর্থাৎ সামাজিক মানবিক কাজ করা. তাই আপনি ও এগিয়ে আসুন মানবিক কাজে ।
উপস্থিত ছিলেন জাগ্রত মানবিক রক্তান ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদিকা মালিহা বিনতে মামুন. যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সালমান।
মন্তব্য করুন