গাজীপুর জেলার টঙ্গীর আরিজ পুর নদীর পাড় ভয়ংকর ছিনতাইকারী মাদক ব্যবসায়ী ল্যাংড়া বাহিনীর প্রধান তার ছেলে আশিক রয়েছে একা দিক ছিনতাই মাদক মামলা কিন্তু তাতেও ধরাছোঁয়ার বাহিরে রয়ে গেছেন অভিযোগ রয়েছে এক আওয়ামী কাউন্সিলারের সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ ছিনতাই মাদক ব্যবসা দচালিয়ে যাচ্ছেন একাধিক ব্যক্তিরা জানান এ আশিক কিছুদিন আগেও ছিন্তাই এর সময় গণধোলাই শিকার হন কিন্তু কেশুনে কার কথা তাতেও কোন থেমে নেই দিনে দিনে ক্রমশই বৃদ্ধি পাচ্ছে এলাকার নিরহ মানুষদের অস্ত্রের মাধ্যমে জিম্মি করে টাকা মোবাইল দামি গহনা প্রতিনিয়ত ছিনতাই করেন আসিক।
ও তার বাহিনী রয়েছে তার কিশোর গ্যাং বর্তমানে আওয়ামী দোসরা পালিয়ে গেলেও আশিকের চাচা কাউন্সিলরের অফিসে নিজেকে সচিব হিসাবে বসে থাকতে দেখা যায় অভিযোগ রয়েছে বিভিন্ন জন্ম নিবন্ধন ও ভোটার আইডি সংশোধনের নামে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেন মোটা অংকের টাকা।
এব্যাপারে আশিকের বাবার সাথে কথা হলে তিনি বলেন আমার কথা আমার ছেলে শোনেনা তাকে নিষেধ করেছি ছিনতাই মাদক ব্যবসা করতে কিন্তু সে আমাদের কথা শোনে না এলাকার মানুষের দাবি দ্রুত এই ছিনতাইকারী আশিককে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে বিচার করা হোক এবং এলাকার শান্তি ফিরে আসুক
মন্তব্য করুন