রিপোর্ট : বায়েজীদ খন্দকার
কুমিল্লার বড়ইয়া কৃষ্ণপুর থেকে মোহনপুর সড়ক টির প্রায় ২৫ বছর যাবত কোন সংস্কার না হওয়ায়।ভোগান্তিতে রয়েছেন বাসিন্দারা স্থানীয়দের অভিযোগ আশেপাশে বিকল্প কোন রাস্তা না থাকায়। বাধ্য হয়েই এই রাস্তা দিয়ে চলাচল করতে হয় তাদের ভুক্তভোগীরা জানান নির্বাচন আসলেই দ্রুত সংস্কার করার প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পরে তাদের কাউকে আর দেখতে পাওয়া যায় না।
এই বিষয় এ চান্দিনা এনসিপির প্রধান সমন্বয়কারী(আবুল কাশেম অভি বলেন রাস্তাটির বিষয় এ ১৯/৮/২০২৫ সোমবার আমাদের কুমিল্লা জেলার প্রধান নির্বাহী প্রকোশলী স্যারকে ঘুরগার বিলের রাস্তাটির জন্য লিখিত আবেদন প্রদান করেছি। মাধাইয়া থেকে নবাবপুরসহ অন্যান্য এলাকার বেহাল রাস্তাগুলোর ব্যাপারেও অবগত করে তালিকা প্রদান করা হয়েছে।
এই অর্থবাজেটে চান্দিনার মানুষ হয়তো আশার আলো দেখবে তিনি আরো বলেন।
চান্দিনার পর্যটন কেন্দ্র ঘুড়গার বিলের রাস্তাটি এবং মাধাইয়া-নবাবপুর এর জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ।
মন্তব্য করুন