দুই দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণে দাম আবারও বাড়লো। সব থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দুই হাজার ৮৩৩ টাকা বেড়েছে। এতে ভালো মানের স্বর্ণের দাম দাঁড়িয়েছে প্রতি ভরি এক লাখ ৪২ হাজার ২৬৬ টাকা।
শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন জানায়, রোববার থেকে নতুন এই দাম কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৩৫ হাজার ৮০৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক লাখ ১৬ হাজার ৩৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৯৫ হাজার ৬৪৫ টাকায় বিক্রি করা হবে।
এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রূপা। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটে প্রতি ভরি রূপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম দুই হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম দুই হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার ৫৮৬ টাকা।
এর আগে গত ২০ ও ২২ নভেম্বর আরও দুই দফা স্বর্ণের দাম বাড়ানো হয়। ২০ নভেম্বর সব থেকে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় দুই হাজার ৯৪০ টাকা। আর ২২ নভেম্বর বাড়ানো হয় এক হাজার ৯৯৪ টাকা। ফলে তিন দফায় প্রতি ভরি স্বর্ণের দাম বাড়লো ছয় হাজার ৭৫৭ টাকা।
মন্তব্য করুন